গৌতায় সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৭

  24-03-2018 09:19AM


পিএনএস ডেস্ক: সিরিয়ার পূর্ব গৌতায় সরকারি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ জীবন্ত দগ্ধ হয়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জন। হামলার সময় বিষাক্ত নাপাম গ্যাস ছুঁড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সময় শুক্রবার সকালে পূর্ব গৌতার আরবীন শহরে, মাটির নীচের একটি আশ্রয়কেন্দ্রে এই হামলা চালানো হয়। খবর: আল-জাজিরা

ওই সময় সেখানে প্রায় ১২৫ জন লুকিয়ে ছিলো। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে, মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে।

দেশটির গণমাধ্যম জানায়, পূর্ব গৌতার ফায়লাক আল-রাহমান গ্রুপ নামের বিদ্রোহী গোষ্ঠী অস্ত্রবিরতির ঘোষণা দেয়ার কয়েক ঘন্টা আগে– এই হামলা চালানো হয়।

বিদ্রোহী গ্রুপ ফালাক আল-রাহমানের মুখপাত্র ওয়াইল ওলওয়ান দাবি করেছেন, বিক্ষুব্ধ সরকারের একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল ওই এলাকা। তাদের লক্ষ্যবস্তু করেই হামলাটি চালানো হয়েছে। তিনি বলেন, আমরা আশা করি, গৌতার পূর্বাঞ্চলের উদ্ভূত সংকট আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন