সাত বছরেই প্রথম ট্রফি জিতলেন রোনালদো জুনিয়র

  16-04-2018 02:00AM



পিএনএস ডেস্ক: বাবা দাপিয়ে বেড়াচ্ছেন সারা বিশ্ব। গোলের পর গোল করে সমালোচকদের জবাব দিচ্ছেন প্রতিনিয়ত। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, রিয়াল মাদ্রিদ কিংবা পর্তুগাল এমন কোন জায়গা নেই, যেখানে রোনালদোর গোলের রেকর্ডের সাক্ষী হয়নি তারা। এবার ছোটবেলা থেকে রোনালদোর মতই তার সন্তানও গোলের রেকর্ড করে জিতে নিলেন প্রথম ট্রফি।

সাত বছর বয়স মাত্র! ইতোমধ্যেই স্কুলের দলের সর্বোচ্চ গোলদাতা হয়ে জিতে নিলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। রোনালদোর মতই দক্ষ এবং প্রতিভাবান ফুটবলার হয়ে উঠেছেন জুনিয়র। বাবার মতই গোলের পর গোল করে সবাইকে এখনই চমকে দেওয়া শুরু করেছেন তিনি। গত শনিবার তার হাতে একটি ছোট্ট ট্রফি এবং মেডেল তুলে দিলেন স্কুল কর্তৃপক্ষ। দাদি ডলার্স অ্যাভেরিওর সঙ্গে একটি ছবিও তুলেন তিনি।

ছেলের এমন কীর্তিতে যারপরানই উচ্ছ্বসিত শীর্ষ পাঁচ ইউরোপিয়ান লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো চ্যাম্পিয়নশীপ এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা বাবা ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের আইডিতে ছেলের প্রশংসা করে বলেন, ‘ক্রিশ্চিয়ানো স্কুলের সর্বোচ্চ গোলদাতা। অভিনন্দন আমার ছেলে!’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন