সামরিক সম্ভার নিয়ে সিরিয়ার পথে রাশিয়ার যুদ্ধজাহাজ

  17-04-2018 10:34AM


পিএনএস ডেস্ক: সিরিয়া সমস্যা থেকেই কি তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বাজবে? এই প্রশ্নই এখন বারবার ঘুরে ফিরে আসছে সিরিয়ার বর্তমান পরিস্থিতি বিচার করে৷ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য সিরিয়ার বিরুদ্ধে যেখানে আমেরিকা এবং তার সহযোগী দেশগুলি সরব, সেখানেই সিরিয়ার সরকার আমেরিকার পদক্ষেপের কড়া নিন্দা করেছে৷

কিছু রিপোর্টে জানা গেছে, রাশিয়ার যুদ্ধ জাহাজ সিরিয়ার দিকে এগিয়ে আসছে৷ সূত্রের খবর, রোববার সিরিয়ার দিকে রাশিয়ার যুদ্ধ জাহাজকে এগিয়ে যেতে দেখা রগছে৷ এতে ট্যাংক, মিলিটারি ট্রাক এবং অস্ত্রসহ নৌকাও রয়েছে বলে জানা গিয়েছে৷

এদিকে, সিরিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসঙ্ঘ৷ উদ্বিগ্ন উত্তর কোরিয়ার কার্যকলাপ নিয়েও৷ রাষ্ট্রসঙ্ঘের আশঙ্কা উত্তর কোরিয়া রাসায়নিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন উপাদান সিরিয়ায় সরবরাহ করছে৷

উত্তর কোরিয়া রাষ্ট্রসঙ্ঘের নিষেধাজ্ঞা পালন করছে কিনা তার তদারকিতে থাকা কমিটি একটি বিশেষ রিপোর্ট তৈরি করেছে৷ সেই রিপোর্ট প্রকাশিত না হলেও, ফাঁস হয়েছে বলে খবর৷ রিপোর্ট ফাঁস হয়েছে মার্কিন সংবাদমাধ্যমে৷

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, উত্তর কোরিয়া বেআইনিভাবে সিরিয়ায় উচ্চ-তাপসহ, অ্যাসিড প্রতিরোধক টাইলস, ক্ষয়প্রতিরোধক ভালভ ও থার্মোমিটার পাঠিয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে এমন অভিযোগও উঠেছে৷

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন