বিমানে কলম দিয়ে ক্রুদের জিম্মি! অতপর...

  17-04-2018 06:00PM

পিএনএস ডেস্ক : মাঝ আকাশে এয়ার চায়নার একটি বিমানের এক যাত্রী ক্রুদের কলম ধরে ভয় দেখিয়েছেন। এর ফলে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এই ঘটনার পর চীনের কর্তৃপক্ষ ব্যক্তিটির নাম পরিচয় প্রকাশ করেছে। তার নাম মি. সু, বয়স ৪১ বছর।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার চায়নার ফ্লাইটটি চাংশা থেকে বেইজিংয়ের দিকে যাচ্ছিল। মি. সু একটি ফাউন্টেন পেন দিয়ে উড়ন্ত প্লেনে জিম্মি নাটক করেছেন। এর ফলে, হেনান প্রদেশে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে সেই ঘটনায় কোন যাত্রী বা ক্রু ক্ষতিগ্রস্ত হয়নি।

এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যমে এ সংক্রান্ত একটি ছবি প্রকাশিত হয়। সেখানে দেখা গেছে, একজন কেবিন ক্রুর গলার চাপ দিয়ে লোকটি একটি কলম এমনভাবে ধরে আছে যেন সেটি একটি ধারালো অস্ত্র।

চীনের নিরাপত্তা ব্যুরো জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে বিমানটি দিক পরিবর্তন করে বাধ্য হয়ে হেনান প্রদেশের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর সব যাত্রীদের বিমানটি থেকে নামিয়ে আনা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। তার মানসিক অসুস্থতা রয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: বিবিসি

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন