দ্বন্দ্ব সত্ত্বেও সৌদি মহড়ার সমাপনী অনুষ্ঠানে কাতার

  19-04-2018 01:36PM


পিএনএস ডেস্ক: সৌদি আরবে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছে কাতার। দু’দেশের মধ্যে মারাত্মক কূটনৈতিক টানাপোড়েন থাকার পরও কাতারের চিফ অব স্টাফ ওই অনুষ্ঠানে যোগ দেন।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বুধবার) এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, সৌদি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামাদ আলে রুওয়াইলির আমন্ত্রণে কাতারি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গানেম বিন শাহিন আলে গানেম সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।

সৌদি ভূখণ্ডে অনুষ্ঠিত মাসব্যাপী ওই মহড়ায় আমেরিকা, ব্রিটেন, পাকিস্তান, মিশর, সুদান ও মালয়েশিয়াসহ বিশ্বের ২৪টি দেশের হাজার হাজার সেনা অংশ নেয়।

সৌদি সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ জানিয়েছে, অংশ নেয়া সেনা ও দেশের সংখ্যার দিক দিয়ে এ অঞ্চলে এটাই সবচেয়ে বড় সামরিক মহড়া।

গত বছরের জুন মাসে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সন্ত্রাসবাদের প্রতি সমর্থনসহ কয়েকটি অভিযোগে কাতারের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপ করে। তবে দোহা এসব অভিযোগ অস্বীকার করেছে। এ পর্যন্ত নানা উদ্যোগ সত্ত্বেও কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর মতবিরোধ দূর করা সম্ভব হয় নি। সূত্র: পার্স টুডে

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন