ইরানে পরমাণু ঘাঁটির কাছে ৫.৯ মাত্রার ভূমিকম্প

  20-04-2018 10:48AM


পিএনএস ডেস্ক: ইরানের বুশেহরের কাকি শহরে বৃহস্পতিবার পরমাণু ঘাটির কাছে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। হঠাৎ এই কম্পনে এলাকাটিতে আতঙ্ক তৈরি হয়। একেবারে পরমাণু ঘাঁটির কাছে এই কম্পন অনুভূত হওয়াতে বড়সড় দুর্ঘটনার শঙ্কা করছেন অনেকে।

ঘটনার পর ইঞ্জিনিয়াররা পুরো ঘাঁটি পরীক্ষা করার পর জানিয়েছেন, এখন পর্যন্ত এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়। পুরো এলাকা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, প্রবল কম্পনে শহরে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

এদিকে স্থানীয় হাওয়া অফিস জানিয়েছে, ইরানের ওই এলাকায় আবারও ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই কারণেই সব কিছু প্রস্তুত রাখা হয়েছে বলে বুশেহর প্রদেশের রেড ক্রিসেন্টের প্রধান আধিকারিক হোসেন দারভিশি জানিয়েছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন