নবদম্পতির ছবি তুলতে একি কাণ্ড!

  23-04-2018 08:04PM

পিএনএস ডেস্ক : একটি ভালো ছবির জন্য একজন আলোকচিত্রীকে অনেক কৌশল অবলম্বন করতে হয়। বিশেষ করে নবদম্পতির ভালো ছবি তুলতে আলোকচিত্রীর কসরতের যেন শেষ থাকে না। কিন্তু ভারতের কেরালা রাজ্যে একজন আলোকচিত্রী নবদম্পতির ছবি তুলতে যে কৌশল অবলম্বন করেছেন তা যেন অতীতের সব কৌশলকে হার মানিয়েছে। খবর এনডিটিভির।

কেরালায গাছে ওঠে ডালে ঝুলে নবদম্পতির ছবি তুলছেন এক আলোকচিত্রী। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এনডিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই আলোকচিত্রী নাম বিষ্ণু হোয়াইটর‍্যাম্প। গত ১৫ এপ্রিল কেরালার শাইয়াজ ও নাভিয়া দম্পতির এই ছবিটি তোলেন তিনি। ছবি তোলার ভিডিওটি ভাইরাল হওয়ায় বেশ খুশি তিনি।

তবে বিষ্ণু জানান এভাবে ছবি তুলেও তৃপ্ত নন তিনি। বিষ্ণু বলেন, ‌‘টপ অ্যাঙ্গেলে ছবিটি তোলার জন্য আমি এই ফ্রেমটি বেছে নিয়েছিলাম্ কিন্তু ছবিটি আমার মনমতো আসেনি। এই অ্যাঙ্গেলে ছবি তুলতে আমাকে আরও চেষ্টা করতে হবে।’

বিষ্ণুর প্রতিষ্ঠানের নাম হোয়াইটর‍্যাম্প ফটোগ্রাফি। তার এই কৌশলে ছবি তোলার ভিডিওটিতে কয়েক হাজার লাইক পড়েছে এবং অনেকে এটি শেয়ার করেছেন। এভাবে ছবি তোলার জন্য অনেকে তাকে বিশ্বের সবচেয়ে নিবেদিত আলোকচিত্রী হিসেবেও অভিহিত করছেন।

পিএনএস/জে এ/মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন