চলতি বছর সৌদি আরবে ৪৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

  27-04-2018 10:21AM


পিএনএস ডেস্ক: সৌদি আরবে গত চার মাসে ৪৮ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে অর্ধেককে মাদক সংক্রান্ত অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়।

হিউম্যান রাইটস ওয়াচ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

বুধবার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, ‘সৌদি আরব ২০১৮ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করেছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সৌদি আরবের বিচার ব্যবস্থায় মাদক সংক্রান্ত অপরাধে আরো অনেকের মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে।’

সৌদি আরবে সন্ত্রাসবাদ, হত্যা, ধর্ষণ, সশস্ত্র ডাকাতি ও মাদক পাচারের মতো অপরাধের জন্যে মৃত্যুদণ্ড দেয়া হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন