রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ

  16-05-2018 12:50PM

পিএনএস ডেস্ক: বৃহস্পতিবার থেকে মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আর দু’একদিনের ব্যবধানেই গোটা বিশ্বে মুসলিমরা রোজা পালন শুরু করবে। এ উপলক্ষ্যে বিশ্ব মুসলিমকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এসময় তিনি রমজানে উমরাহ হজ পালনকারীদের সর্বাত্মক সুযোগ সুবিধা দেওয়ারও আশ্বাস দেন।

আল আরাবিয়ার খবরে বলা হয়, রাজ প্রাসাদে অনুষ্ঠিত এ বৈঠকে সৌদি বাদশাহ তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরানোকে জঘন্য ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন।

তিনি বলেছেন, তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরানো ফিলিস্তিনি জাতির অধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন। সৌদি আরব আগ থেকে এ উদ্যোগের বিরোধিতা করে আসছে। যুক্তরাষ্ট্র এ উদ্যোগের মাধ্যমে বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এসময় তিনি ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্য প্রতিরোধে জাতিসংঘের দায়িত্ব পালনের প্রতি আহ্বান জানিয়েছেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন