‘জেরুজালেম পদক্ষেপে যুক্তরাষ্ট্রের খ্যাতি শূন্যে নেমে গেছে’

  24-05-2018 03:49PM


পিএনএস ডেস্ক: জেরুজালেমকে যুক্তরাষ্ট্র তার দূতাবাস স্থানান্তরের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, এই পদক্ষেপের কারণ যুক্তরাষ্ট্রের খ্যাতি প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে।

বুধবার টিআরটি ওয়ার্ল্ড’কে দেয়া এক সাক্ষাত্কারে রিসেপ তাইয়্যেপ এরদোগান এসব কথা বলেন।

সম্প্রতি জেরুজালেমে মার্কিন দূতাবাসের স্থানান্তর এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যানের বিতর্কিত ছবির সম্পর্কে এরদোগানকে জিজ্ঞাসা করা হয়।

এব্যাপারে এরদোগান বলেন, ‘আমেরিকা ইতোমধ্যে তার খ্যাতিকে শূন্যে নামিয়ে এনেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরাইল যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে (জেরুজালেমে দূতাবাস সরানো) যার কোনো মূল্য নেই।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর জেরুজালেম পদক্ষেপ নিয়ে জাতিসংঘের ভোটের কথা স্মরণ করিয়ে এরদোগান বলেন, ‘এটি আমাদের দেখিয়ে দেয় যে এই সমস্ত পদক্ষেপ বিশ্বব্যাপী অনুমোদিত নয়। যদি আপনি বলেন, ‘আমার কাছে টাকা আছে, আমার ক্ষমতা রয়েছে এবং এগুলো ব্যবহার করে আমি সবাইকে ভয় দেখাতে পারি’, আপনি এটা করতে পারবেন না এবং কেউ আপনাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে না।’

তিনি আরো বলেন, ‘এবং এখন আপনি সেখানে (জেরুজালেম) আপনার দূতাবাস স্থানান্তরিত করেছেন। তাতে কি হয়েছে? ফিলিস্তিন রাজধানী শহর জেরুজালেম এবং এটা পৃথিবীর সবাই জানে। এ সম্পর্কে কারো কোনো দ্বিধা নেই। তা আপনি স্বীকার করেন বা না করেন, এতে আামদের কিছু আসে যায় না।

গত সোমবার গাজা সীমান্তে হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি বাহিনী নির্বিচারে গুলি চালালে অন্তত ৬২ জন শহীদ হন। এছাড়াও আহত হন দুই হাজারেরও বেশি লোক। এই হত্যাযজ্ঞে বিশ্বজুড়ে ব্যাপক নিন্দা কুড়ায় এবং এশিয়া থেকে মধ্যপ্রাচ্য হয়ে উত্তর আমেরিকা পর্যন্ত প্রতিবাদের ঝড় ওঠে।

ইস্তাম্বুলে মুসলিম নেতাদের সামনে এরদোগান বলেছিলেন, ‘ইসরাইলি দস্যুতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে পদক্ষেপ গ্রহণ পুরো বিশ্বকে এটা দেখাচ্ছে যে মানবতা এখনো মরে যায়নি।’

তুর্কি প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতা ও হত্যাযজ্ঞকে ‘দস্যুতাবৃত্তি, পাশবিক এবং রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে বর্ণনা করেন এবং জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির সমালোচনা করে বলেন, অনিবার্যভাবে এটি তাদেরকে গ্রাস করবে। সূত্র: আনাদুলো এজেন্সি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন