ফের সিরিয়ার সেনা অবস্থানে মার্কিন হামলা

  24-05-2018 05:39PM

পিএনএস ডেস্ক : সিরিয়ার দেইর আজ-যোর প্রদেশে কয়েকটি সামরিক অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন কথিত জোট বিমান হামলা চালিয়েছে।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলেছে, আলবু কামাল ও হেমেইমের মাঝে কয়েকটি সেনা অবস্থানে আজ (বৃহস্পতিবার) সকালে মার্কিন নেতৃত্বাধীন জোট আগ্রাসন চালিয়েছে। তবে এসব হামলায় কেউ হতাহত হয় নি: শুধুমাত্র সামরিক সরঞ্জামের ক্ষতি হয়েছে।

২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন কথিত এ জোট সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই দেশটির ভেতরে দায়েশ-বিরোধী অভিযানের নামে বিমান হামলা চালিয়ে আসছে। তবে এ পর্যন্ত তাদের হামলায় উগ্রবাদী সন্ত্রাসীদের তেমন কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে নি বরং বহুবার তারা সিরিয়ার সেনা ও বেসামরিক অবস্থানে হামলা চালিয়েছে। সিরিয়া, রাশিয়া ও ইরানসহ অনেকেই বলছে, মার্কিন নেতৃত্বাধীন এসব হামলার কারণে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন