মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে ফের ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

  25-05-2018 02:25PM


পিএনএস ডেস্ক: মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে পুনরায় জিজ্ঞাসাবাদ করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাষ্ট্রীয় তহবিল থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ১ কোটি ৬ লাখ ডলার অনুদান কিভাবে গেল- তা জানতেই বৃহস্পতিবার নাজিবকে ফের সাত ঘণ্টার জিজ্ঞাসাবাদ করা হয়।

একই মামলায় এর আগে ২২ মে তাকে প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করে দুদক কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার উন্নয়নে ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাড (ওয়ানএমডিবি) নামের তহবিলে শত কোটি ডলার অনুদান দেয়া হয়। ওই অর্থ সরকারি কর্মকর্তারা লুট করেছে বলে অভিযোগ রয়েছে। খবর এএফপির।

এ স্ক্যান্ডালের জন্যই নাজিবের বিরুদ্ধে ক্ষেপে ওঠে ভোটাররা। ফলে ৯ মে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছে পতন ঘটে রাজাকের। দুই সপ্তাহ আগে ১০ বছর ধরে ক্ষমতায় থাকা নাজিবের পতন ঘটে।

এরপরই তার বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত কার্যক্রম শুরু হয়। ২০১৫ সালে তার বিরুদ্ধে প্রথম রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।

ওই সময় প্রধানমন্ত্রী থাকায় ওই অভিযোগকে ধামাচাপা দিতে সক্ষম হয়েছিলেন নাজিব। বৃহস্পতিবার নাজিব ছাড়াও সুইস নাগরিক জাভিয়ার জাস্টোকেও একই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন