তুরস্ক-পাকিস্তানের চুক্তি

  27-05-2018 01:47AM

পিএনএস ডেস্ক: তুরস্ক থেকে ৩০টি সামরিক হেলিকপ্টার কিনবে পাকিস্তান। এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।

তুরস্কে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির ম্যানিফেস্টোতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদলু এজেন্সির।

আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে, ২০১৭ সালের নভেম্বরে একটি সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা পণ্য উৎপাদনমন্ত্রী রানা তানভীর হোসেন এ কথা বলেছেন।

রানা তানভীর জানান, পাকিস্তান তুরস্ক থেকে ৩০টি অস্ত্র সজ্জিত হেলিকপ্টার ও চারটি যুদ্ধজাহাজ কেনার পরিকল্পনা করছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন