ইসরাইলের বিরুদ্ধে সামনের সারিতে লেবানন: রুহানি

  28-05-2018 08:04AM



পিএনএস ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ের সামনের সারিতে রয়েছে লেবানন।

দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ও প্রতিরোধের ১৮তম বার্ষিকী উপলক্ষে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনকে শনিবার (২৬ মে) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ড. রুহানি একথা বলেছেন।

তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে লেবাননের এই বিরাট বিজয় সম্ভব হয়েছে দেশটির সরকার, সামরিক বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের ঐক্যের কারণে। এসময় প্রেসিডেন্ট রুহানি লেবাননের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশটির প্রতি জোরালো সমর্থন অব্যাহত রাখার কথা জানান।

ইসরাইল ১৯৭৮ সালে প্রথম লেবাননে আগ্রাসন চালায় এবং পরে ১৯৮২ সালে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন চালায়। সেসময় ইসরাইল দক্ষিণ লেবানন ছেড়ে যেতে অস্বীকার করে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪২৫ নম্বর প্রস্তাব উপেক্ষা করে সেখানে সেনা মোতায়েন করে রাখে।

কিন্তু হিজবুল্লাহ গঠন এবং এ সংগঠনের যোদ্ধাদের সশস্ত্র লড়াইয়ের মুখে ২০০০ সালের ২৪ মে ইসরাইলি সেনারা দক্ষিণ লেবানন থেকে পালাতে বাধ্য হয়। এ ঘটনাকে ইসরাইলের জন্য অপমানকর পরাজয় হিসেবে দেখা হয়। ২০০০ সালে ২২ দিনের যুদ্ধে ইসরাইল তাদের ৯০০ সেনা হারায়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন