রচিত হল নতুন ইতিহাস

  12-06-2018 02:47PM

পিএনএস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি উত্তর কোরিয়ার শাসক কিম জং উন৷ মঙ্গলবার সেনটোসা দ্বীপের ক্যাপেল্লা হোটেলে করমর্দন করে ইতিহাস রচনা করলেন দুই রাষ্ট্রনেতা৷

কিম ট্রাম্পকে জানান, ‘‘সব বাধা দুর করে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি৷’’ জবাবে ট্রাম্প বলেন, ‘‘একদম ঠিক৷’’ এর পর মিডিয়ার উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমাদের মধ্যে অনেক আলোচনা হবে৷ এবং এই আলোচনা সফলও হবে৷ দুই দেশের মধ্যে মজবুত সম্পর্ক গড়ে উঠবে৷ এটা নিয়ে কোনও সন্দেহ নেই৷’’

করমর্দনের পর ট্রাম্প ও কিম রুদ্ধদ্বার বৈঠকে বসেন৷ পুরো ৪১ মিনিট ধরে চলে এই বৈঠক৷ বৈঠক শেষে দুই রাষ্ট্রনেতাকে রীতিমত উচ্ছসিত দেখিয়েছে৷ ট্রাম্প তো বলেই বসলেন, উত্তর কোরিয় শাসকের সঙ্গে বৈঠক খুব ভালো হয়েছে৷ দুই দেশের সম্পর্ক কেমন হতে চলেছে আগামিদিনে তাও ভবিষ্যতবাণী করেন মার্কিন প্রেসিডেন্ট৷ তিনি বলেন, তাঁরা দু’জনে মিলে বড় সমস্যার সমাধান করবেন৷ বৈঠকের পর দুই জনকে একসঙ্গে ব্যালকনি ধরে হেঁটে আসতে দেখা গিয়েছে৷

প্রথম দফার বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে এবার দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ট্রাম্প ও কিম৷ সেই বৈঠকও ইতিবাচক হয়েছে বলে জানা গিয়েছে৷ বৈঠক শেষে তারা লাঞ্চে যোগ দেন৷ সাদা ও সবুজ ফুল দিয়ে সাজানো টেবিলে বসে দু’জনে লাঞ্চ সারেন৷ লাঞ্চ শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি কিমের সঙ্গে ডকুমেন্টে সই করতে রাজি৷ তবে এই ডকুমেন্ট কী সংক্রান্ত তা জানা যায়নি৷ পরে জানানো হবে বলে জানিয়েছেন ট্রাম্প৷

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন