যে ৫টি কাজ সৌদি নারীরা কখনই করতে পারে না!

  14-06-2018 02:05PM

পিএনএস ডেস্ক : বদলে যাচ্ছে সৌদি আরব। নারীদের জন্য সবচেয়ে রক্ষণশীল দেশটি কিছুটা হলেও উদার হচ্ছে। নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞাও উঠে যাবে ২৪ জুন। তার পরও সৌদি আরবে নারীদের স্বাধীনতা এখনো অনেক দূরের পথ।

বিবিসি গতকাল বুধবার এক প্রতিবেদনে এমন পাঁচটি কাজের কথা তুলে ধরে, যেগুলো সৌদি নারীরা করতে পারে না। এগুলো হলো :

১. ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন না : পরিবারের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া একজন নারী এখনো তার নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন না।
২. পাসপোর্ট নিতে পারেন না : কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া ওই নারী বিমানে উঠতে পারবেন না।
৩. তালাক দিতে পারেন না : বিয়ে করতে চাইলে পুরুষ অভিভাবকের কাছ থেকে এ বিষয়ে অনুমতি নিতে হবে সৌদি নারীকে।
৪. পুরুষ বন্ধুর সঙ্গে কফি খেতে পারেন না : যে কোনো দোকানেই পরিবার এবং পুরুষদের আলাদা আলাদা জায়গায় বসতে হবে।
৫. ইচ্ছামতো কোনো পোশাক পরতে পারেন না সৌদি নারীরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন