রাশিয়ায় পৌঁছেছেন সৌদির যুবরাজ

  14-06-2018 03:07PM


পিএনএস ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশ সময় রাত নয়টায় স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। এ ম্যাচে সৌদির ফুটবলারদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত থাকবেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। এর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি রাশিয়া পৌঁছেছেন। রাশিয়া সফরকালে তিনি পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। খবর আল আরাবিয়ার।

সম্প্রতি বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সৌদির যুবরাজ। রিয়াদের রাজপ্রাসাদে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে তারপরই এটি গুজব বলে উড়িয়ে দেয় সৌদি। এসময় বিভিন্ন রাষ্ট্রীয় সভায় তার উপস্থিতির ছবি এবং রাশিয়া বিশ্বকাপে অংশ নেয়া সৌদির জাতীয় দলের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম।

তবে প্রায় মাস দুয়েক আগের ঘটনার পর এখনও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি সৌদির সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন