রাশিয়া বিশ্বকাপে ইরানের পুলিশ

  15-06-2018 04:15AM



পিএনএস ডেস্ক: ফিফা বিশ্বকাপ উপলক্ষে ইরানের ইন্টারপোল অব ল’এনফোর্সমেন্ট ফোর্স নিরাপত্তা রক্ষার জন্য কিছু পুলিশ পাঠাচ্ছে রাশিয়ায়। এসব পুলিশ রুশ পুলিশের সঙ্গে কাজ করবে এবং অভিজ্ঞতা বিনিময়েয়র সুযোগ পাবে।

ইরানি ইন্টারপোল অব ল’এনফোর্সমেন্ট ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হাদি শিরজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রয়োজন হলে মস্কোয় অবস্থানরত ইরানি নাগরিকরা রাশিয়ার পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

তিনি বলেন, ইরানের নাগরিকরা ইন্টারপোলের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন এবং এজন্য তিনি বেশ কিছু টেলিফোন নাম্বার দিয়েছেন।

জেনারেল শিরজাদ ইরানি নাগরিকদেরকে পাসপোর্ট ও ভিসার ফটোকপি সঙ্গে রাখার পরামর্শ দেন। এছাড়া, পাসপোর্ট ও ভিসার ফটোকপি হোটেল বা বাড়িতেও রাখার কথা বলেছেন তিনি।

১৪ জুন থেকে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত আসরের খেলা শুরু হচ্ছে। এবারের আসরে এশিয়ার অন্যতম প্রধান শক্তিশালী দল হিসেবে ইরান অংশ নিচ্ছে।

আজ মরক্কোর সঙ্গে তাদের প্রথম ম্যাচ রয়েছে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ইরানের বহু নাগরিক এরইমধ্যে রাশিয়ায় গেছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন