ঈদের মাঝেই আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ২৬

  16-06-2018 11:36PM

পিএনএস ডেস্ক : ঈদের যুদ্ধবিরতির মাঝেই তালেবান বিদ্রোহীদের গাড়িবোমা হামলায় আফগানিস্তানের নানগারহার শহরে অন্তত ২৬জন নিহত হয়েছে।

শনিবার নানগারহারে ঈদের শুভেচ্ছা বিনিময়য় করতে জড়ো হয়েছিলেনআফগানিস্তানের সরকারি বাহিনীর সদস্য ও তালেবান সদস্যরা। সেখানেই গাড়ি হামলার ঘটনাটি ঘটে।

অবশ্য তালেবান সদস্যরা এ হামলার জন্য দায়ী নয় বলে দাবি করে তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আমাদের সঙ্গে এ হামলার কোনো যোগ নেই। যে এলাকায় হামলাটি হয়েছে, তা অামাদের যুদ্ধক্ষেত্রের কাছে। আ

তালেবানরা ছাড়াও আফগানিস্তানে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও তালেবান সংশ্লিষ্ট হাক্কানি নেটওয়ার্ক বেশ ক্রিয়াশীল।

ঈদ উপলক্ষে তিনদিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সবাইকে বিস্মিত করে দিয়েছিল দীর্ঘদিন ধরে মার্কিন বাহিনী ও তাদের সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে লড়াইরত তালেবানরা।

অাফগানিস্তানের প্রেসিডেন্ট অাশরাফ ঘানি এ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। সরকারি বাহিনী যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে জানালেও কোনো সময়সীমা ঘোষণা করেননি তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন