ভারতের আসামে বন্যায় নিহত ৯

  18-06-2018 05:40PM

পিএনএস ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বন্যায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।

এক কর্মকর্তা বলেন, বন্যার ঢেউয়ের তোড়ে এ পর্যন্ত নয় জন প্রাণ হারিয়েছেন। বারাক উপত্যকায় কাচার, করিমগঞ্জ ও হাইলাকান্দি এই তিনটি দক্ষিণাঞ্চলীয় জেলার বন্যার পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে।

কর্মকর্তারা বলেন, বন্যায় ছয়টি জেলার প্রায় সাড়ে ৪ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা বলেন, দুর্যোগ প্রতিরোধ বাহিনীর সদস্যরা ছয় হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে প্রায় ১ লাখ ৭৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদের অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় দেয়া হয়েছে। সেখানে তাদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় খাবার ও নিরাপদ পানি দেয়া হয়েছে।

বন্যায় রাস্তাঘাট, নদীর তীরবর্তী এলাকা ও ফসলী ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন