বাদঘিস প্রদেশে তালেবান হামলায় ৩০ আফগান সেনা নিহত

  20-06-2018 03:56PM

পিএনএস ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশে বুধবার সকালে দুটি চেক পয়েন্টে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী তালেবান। ওই হামলায় ৩০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

ঈদ উপলক্ষে দু পক্ষের মধ্যে অস্ত্র বিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আফগানিস্তানে এটিই সবচেয়ে বড় হামলা। ওই চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত রোববার।

ঈদ উল ফেতর উপলক্ষে দু পক্ষের মধ্যে ১০ দিনের এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রেসিডেন্ট আশরাফ গনি এই চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী হলেও যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে তালেবান জঙ্গিরা।

বাদঘিসের প্রাদেশিক পরিষদের প্রধান আবদুল আজিজ বেক বলেন, বুধবার সকালে প্রদেশের বালামেরঘাব জেলার দুটি চেক পয়েন্টে হামলা চালায় তালেবান জঙ্গিরা। এ সময় দু পক্ষের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। এতে আফগান নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছে।

হামলায় ৩০ সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন প্রদেশের গভর্নর আবদুল কাফুর মালিকাজি। তবে এই হামলা নিয়ে কোনো বিবৃতি দেয়নি তালেবান গোষ্ঠী।
সূত্র:আল জাজিরা/ রয়টার্স

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন