মানবাধিকার পরিষদ থেকে আমেরিকার পদত্যাগ

  21-06-2018 10:47AM

পিএনএস ডেস্ক : জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, এ সংস্থা কিছুই হারায় নি বরং এখন থেকে স্বাধীনভাবে কাজ করতে পারবে।

জেনেভাভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি গেন্নাদি গাতিলভ এ সম্পর্কে বলেছেন, “আমি বলতে পারছি না যে, মানবাধিকার পরিষদ কোনোকিছু হারিয়েছে।” তিনি আরা বলেন, “আমি আশা করি আমেরিকার বেরিয়ে যাওয়ার কারণে এ সংস্থায় এখন রাজনীতিকীকরণ, দ্বিচারিতা ও দ্বন্দ্ব কমে যাবে।”

এর একদিন আগে জাতিসংঘে মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মানবাধিকার পরিষদ থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, এ পরিষদ ইহুদিবাদী ইসরাইলের বিষয়ে পক্ষপাতপূর্ণ আচরণ করে থাকে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে নিকি হ্যালি জাতিসংঘ মানবাধিকার পরিষদকে “নোংরা রাজনীতির পক্ষপাতপূর্ণ সংস্থা” বলে আখ্যায়িত করেন। এছাড়া, এ সংস্থা মানবাধিকার লঙ্ঘনকারীদের সুরক্ষা দেয় বলেও তিনি অভিযোগ করেন।

পিএনএস/জে এ /

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন