‘সৌদি আরব পবিত্র হজকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে’

  22-06-2018 11:31AM

পিএনএস ডেস্ক : সৌদি আরব পবিত্র হজকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ারে পরিণত করেছে বলে অভিযোগ তুলেছে সিরিয়ার ওয়াকফ মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব গত সাত বছর ধরে সিরিয়ার নাগরিকদেরকে হজ পালন করতে দিচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি এবং সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের কাছে বার বার আবেদন জানিয়েও এ সমস্যার সমাধান হয় নি। রাজনৈতিক কারণেই সৌদি আরব সিরিয়ার মুসলমানদেরকে হজের সুযোগ দিচ্ছে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে সৌদি আরবের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছে কাতার। দেশটির জাতীয় মানবাধিকার সংস্থা (এনএইচআরসি) বলেছে, হজকে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার বানিয়েছে রিয়াদ।

সৌদি সরকার সিরিয়া ও ইয়েমেনসহ কয়েকটি দেশের নাগরিকদেরকে হজ পালনে বাধা দিচ্ছে। সৌদি নীতির বিরোধিতা করার কারণে এ ধরণের পদক্ষেপ নিয়েছে তারা।

পিএনএস/জে এ /

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন