জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৬, আহত ২০

  23-06-2018 03:49PM

পিএনএস ডেস্ক : শুক্রবার ভারতের জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৬ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে।

ভারতীয় পুলিশ জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের দক্ষিণ শ্রীগুফওয়ারা অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীরা আত্মগোপনে রয়েছেন এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। সে সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, এই অভিযানে চার বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

অন্যদিকে, পুলিশ-বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলির সময় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

সূত: এনডিটিভি

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন