জাপানে বন্যা ও ভূমিধসে নিহত ১৭৯

  12-07-2018 09:50AM


পিএনএস ডেস্ক: জাপানের পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ১৭৯ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৮০ জন।

দেশটির কর্তৃপক্ষ বুধবার (১১ জুলাই) এতথ্য জানিয়েছে।

এদিকে, বন্যা ও ভূমিধসের কারণে অনেক সড়ক বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন ভবনে অনেক লোক আটকা পড়েছে। দুর্গত এলাকায় আটকে থাকা হাজার হাজার লোক বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগে রয়েছে।

জাপানের পশ্চিমাঞ্চলের স্থানীয় পৌরসভাগুলো বলেছে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ ১৫টি অঞ্চল থেকে সাত হাজার দু’শরও বেশি লোককে জরুরি আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। এছাড়া সবচেয়ে দুর্যোগ কবলিত এলাকা ওকাহামা ও হিরোশিমা থেকে যথাক্রমে তিন হাজার ৫০ ও দুই হাজার ৯৯৬ জনকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখনও অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চলছে জোর তৎপরতা। সূত্র: সিনহুয়া

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন