যে দেশের বিশ্ববিদ্যালয়ে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যাই বেশি!

  12-07-2018 10:34AM


পিএনএস ডেস্ক :সারা বিশ্বেই নারীদের শিক্ষায় পিছিয়ে থাকার যে চিত্র এতদিন দেখা গিয়েছিল, তা পাল্টে যাচ্ছে দ্রুত। উচ্চশিক্ষায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগে পুরুষেরই প্রাধান্য ছিল। তবে সম্প্রতি পরিস্থিতি পাল্টেছে। এখন পুরুষের চেয়ে নারীরাই বেশি উচ্চশিক্ষায় আগ্রহী হয়ে উঠেছে।

সম্প্রতি যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর পরিসংখ্যান বিশ্লেষণ করে গবেষণা সংস্থা ইউকাস জানিয়েছে, এবার সম্মান কোর্সে পুরুষের চেয়ে ৯৮ হাজার নারীদের বিশ্ববিদ্যালয়ে আবেদনের সংখ্যা ৯৮ হাজার বেশি হয়েছে।

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে সম্মান শ্রেণীতে নতুন আবেদনে ছাত্রীসংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৭ হাজার। তবে ছাত্রসংখ্যা ২ লাখ ৬৯ হাজার।

উচ্চশিক্ষায় ব্রিটিশ নারীদের এগিয়ে থাকা শুধু এ বছরই নয়, গত বছরও ছিল। গত বছর ছাত্রদের থেকে ৯৬ হাজার বেশি ছাত্রী সম্মান শ্রেণীতে আবেদন করেন।

সম্প্রতি বেশ কয়েক বছর ধরেই নারীদের উচ্চশিক্ষায় পুরুষের তুলনায় বেশি আগ্রহী দেখা যাচ্ছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদগুলোতে উচ্চশিক্ষিত নারীরা এগিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক এ ধারা সহসাই পরিবর্তিত হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : ইন্ডিপেনডেন্ট

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন