মোদি হারাচ্ছেন জনপ্রিয়তা!

  13-07-2018 09:58PM

পিএনএস ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রাতারাতি ২ লক্ষ ফলোয়ার হারিয়েছেন। জানাগেছে গত ২৪ ঘণ্টার মধ্যে মোদির অফিশিয়াল টুইটার একাউন্ট @narendramodi-র ফলোয়ার নেমে এসেছে ৪৩.১ মিলিয়নে।

অর্থাৎ ৪ কোটি ৩১ লাখ। জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটারে ফলোয়ারের নিরিখে মোদিই সর্বাধিক জনপ্রিয় একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী।

মাইক্রো-ব্লগিং সাইটে এত ফলোয়ার আর কোনো ভারতীয় নাগরিকের নেই। স্বভাবতই প্রশ্ন উঠেছে, মোদি কি তাঁর কারিশমা হারাচ্ছেন? পাশাপাশি পিএমও অফিসের টুইটার, @PMOIndia-র'ও ফলোয়ার একই সময়ের মধ্যে ১ লক্ষ কমেছে। সব মিলিয়ে তিন লক্ষ ফলোয়ার হারিয়েছেন মোদি।

সংবাদ সূত্রে জানা গেছে, টুইটার 'ভুয়া' অ্যাকাউন্ট যাচাই-বাছাই শুরু হওয়ার কারণেই প্রধানমন্ত্রীর ফলোয়ার দুই লক্ষ কমে গিয়েছে। শুধু মোদিই নন, আরও অনেকে একই অভিজ্ঞতার সম্মুখীন। মোদির পাশাপাশি গত ২৪ ঘণ্টায় অথাৎ একদিনে ৭৪ হাজার ফলোয়ার হারিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। অপরদিকে কংগ্রেস সাংসদ শশী থারুরের ফলোয়ার কমেছে ১.৫১ লক্ষ।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন