সিরিয়ায় ফের মার্কিন বিমান হামলা

  14-07-2018 03:00AM

পিএনএস ডেস্ক: সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশে মার্কিন বিমান বাহিনীর হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

শুক্রবার দেইর আজ-যোরের বুকামাল শহরে এই হামলা হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, বুকামাল শহরের উকণ্ঠের একটি আবাসিক এলাকায় আঘাত হানে মার্কিন বিমান। হামলায় নারী ও শিশুসহ ৩০ জন নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ আহত হয়েছে। বুকামাল শহরটি ইরাক সীমান্তে ইউফ্রেটিস নদীর অবস্থিত।

মেডিক্যাল সূত্র জানিয়েছে, আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন কথিত সামরিক জোট সিরিয়ার সন্ত্রাসী গেষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে বলে দাবি করে থাকে তবে তদের হামলায় বেসামরিক নিহত হওয়া ছাড়া এই পর্যন্ত দায়েশের কাউকে হতাহত হতে দেখা যায় নি।

শুধু তাই নয়, বরং দায়েশ সন্ত্রাসীদেরকে বিপজ্জনক এলাকা থেকে বহুবার নিরাপদ অবস্থানে পৌঁছে দিয়েছে মার্কিন জোট এবং সেসব খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তারা এসব হামলা চালাচ্ছে অনেকটা গায়ের জোরে, সিরিয়ার সরকার কিংবা জাতিসংঘের কোনো অনুমতি তারা নেয় নি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন