জর্ডানকে 'মারকাভা' ট্যাংক উপহার দিল ইসরায়েল

  14-07-2018 06:00PM

পিএনএস ডেস্ক : শুভেচ্ছার নিদর্শনস্বরূপ আরব রাষ্ট্র জর্ডানকে 'স্বঘোষিত অপরাজেয়' মারকাভা ট্যাংক উপহার দিয়েছে ইসরায়েল। জর্ডানের একটি যাদুঘরে এ ট্যাংক রাখা হয়েছে।

শনিবার জেরুজালেম পোস্ট জানিয়েছে, একটি ট্রাকে করে মারকাভা ট্যাংকটি সম্প্রতি জর্ডানে নেয়া হয়। ট্যাংকটিকে জর্ডানের রাজকীয় ট্যাংক যাদুঘরে প্রদর্শন করা হবে। জেরুজালেম পোস্ট এ উপহারকে ইসরায়েল ও জর্ডানের মধ্যে প্রতিরক্ষা এবং কূটনৈতিক সম্পর্ক বেড়ে চলার ইঙ্গিত বলে মন্তব্য করেছেন।

ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গোপনীয় অস্ত্রকে জর্ডানের কাছে পাঠানো সংক্রান্ত সিদ্ধান্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যানকে সই করতে হয়েছে। এর অর্থ দাঁড়ায় জর্ডান এখন ইসরায়েলের বিশ্বস্ত বন্ধুর তালিকায় রয়েছে।

ইসরায়েল দাবি করে থাকে- মারকাভা ট্যাংক হচ্ছে বিশ্বের সবচেয়ে মারাত্মক ও সুরক্ষিত ট্যাংক। তবে ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে ৩৩ দিনের যুদ্ধে ইসরায়েলের পাঁচটি মারকাভা ট্যাংক ধ্বংস হয়েছিল। এর মধ্যদিয়ে মারাকাভা সম্পর্কে যে মিথ চালু করা হয়েছিল তা ভেঙে যায়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন