এক বছরে চীনে পৌণে দুই কোটি শিশুর জন্ম

  16-07-2018 12:34PM


পিএনএস ডেস্ক: ২০১৭ সালে চীনের বিভিন্ন হাসপাতালে মোট ১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার শিশু জন্মগ্রহণ করেছে। জাতীয় স্বাস্থ্য কমিশনের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর সিনহুয়ার।

কমিশন জানায়, এসব নবজাতকের প্রায় ৫১ শতাংশ তাদের পরিবারের প্রথম সন্তান না।

চীনে বৃদ্ধ লোকের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার কারণে বেইজিং ২০১৬ সাল থেকে বিবাহিত দম্পতিকে দ্বিতীয় সন্তান নেয়ার অনুমতি দেয়। আর এই অনুমতি দেয়ার মধ্যদিয়ে দেশটিতে দশকের পর দশক ধরে চলা এক সন্তান নীতির অবসান ঘটে।

এদিকে ২০১৭ সালে প্রতি লাখ শিশুর জন্ম দেয়ার ক্ষেত্রে মাতৃমৃত্যুর হার ১৯.৬ শতাংশ হ্রাস পেয়েছে। অপরদিকে প্রতি হাজার শিশুর জন্মে নবজাতকের মৃত্যুর হার ৬.৮ শতাংশ কমে গেছে।

২০১৭ সালে চীন দেশব্যাপী ১ কোটি ১৭ লাখ ৩০ হাজার নারীকে বিনামূল্যে গর্ভবতী পূর্ব স্বাস্থ্য পরীক্ষা করেছে। জন্মগত ত্রুটি হ্রাসের চেষ্টায় তারা এটা করে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন