‘ইরানের তেল বিক্রি ঠেকানোর ষড়যন্ত্র সফল হবে না’

  17-07-2018 05:20PM

পিএনএস ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, ইরানের তেল বিক্রি বন্ধের মার্কিন ষড়যন্ত্র সফল হবে না। গতরাতে তেহরানে দেশি-বিদেশি ব্যবসায়ীদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ইসহাক জাহাঙ্গিরি আরও বলেছেন, গোটা বিশ্বেরই ইরানের তেলের প্রয়োজনীয়তা রয়েছে। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং নতুনকরে নিষেধাজ্ঞা আরোপের ঘটনা গোটা বিশ্বের জন্যই একটি বিপদ সংকেত।

তিনি বলেন, ইরান পরমাণু সমঝোতায় দেওয়া সব প্রতিশ্রুতি মেনে চলেছে। কিন্তু আমেরিকা তাদের দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করে সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গেছে।

ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট বলেন, ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনাকে প্রাধান্য দেয় এবং আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানে আগ্রহী। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং উত্তেজনা কমানোর জন্য আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতার গুরুত্ব তুলে ধরেন তিনি।

তিনি বলেন, যারা আন্তর্জাতিক সমঝোতা মেনে চলে না তারা মানবতার বিরোধী এবং গোটা মানবতার জন্য হুমকি।

পিএনএস/ জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন