এরদোগান শাহবাজ শরীফকে প্রশংসা করলেন

  20-07-2018 08:53AM


পিএনএস ডেস্ক: তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএলএল-এন) এর শীর্ষ নেতা শাহবাজ শরীফের প্রচেষ্টার প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

একটি চিঠিতে এরদোগান পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফকে তার ‘ভাই’ হিসেবে সম্বোধন করেছেন।

চিঠিতে এরদোগান বলেন, ‘পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচন প্রসঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে আপনার মেয়াদ শেষ সম্পর্কিত চিঠির জন্য আমি ধন্যবাদ জানাতে চাই।’

তিনি বলেন, ‘প্রথমত, আপনার পাঁচ বছর দায়িত্ব পালনকালে তুরস্ক ও পাঞ্জাব প্রদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে আপনার প্রচেষ্টার প্রশংসা করছি।’

তুর্কি নেতা বলেন, ‘পাকিস্তান ও তুরস্কের মধ্যেকার ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন ঐতিহাসিকভাবে উৎপত্তি হয়েছে এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী উপায়ে প্রজন্মের কাছে পরবর্তী কাছে হস্তান্তর করা হবে।’

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করি আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন পাকিস্তানের জনগণের কল্যাণে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘আমি আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং শান্তি কামনা করছি এবং বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ পাকিস্তানের জনগণের মঙ্গল কামনা করছি।’ সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন