গোলান ফিরিয়ে নেয়ার তৎপরতা সিরিয়ার

  20-07-2018 07:26PM

পিএনএস ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার গোলান মালভূমি থেকে সন্ত্রাসীদের সরিয়ে নেয়ার তৎপরতা শুরু করেছে। ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমির নিকটস্থ এলাকা থেকে সন্ত্রাসীদের সরিয়ে নেয়ার পদক্ষেপ নেয়া হয়। আত্মসমর্পণ চুক্তি করার মধ্য দিয়ে সন্ত্রাসীদের ওই এলাকা থেকে সরিয়ে নেয়ার তৎপরতা চলছে।

সিরিয়ার দক্ষিনপশ্চিমাঞ্চলীয় কুইনইতরা প্রদেশে আজ(শুক্রবার) কয়েকটি বাস গেছে। সপ্তাহান্তে অস্ত্র সংবরণে সম্মত হয়েছে একদল সন্ত্রাসী এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে নেয়ার জন্য ওখানে গেছে বাসগুলো। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের কথিত একটি গোষ্ঠী এ খবর দিয়েছে।

রাশিয়ার মধ্যস্থতায় চলতি সপ্তাহে এ চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী কুইনইতরা এলাকায় অধিকৃত অঞ্চলকে মুক্ত করা হবে এবং এ অঞ্চলের নিয়ন্ত্রণ সরকারি কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হবে। দামেস্ক সরকারের আওতায় যে সব সন্ত্রাসী জীবন-যাপন করতে চাইবে না তাদেরকে উত্তরাঞ্চলীয় সিরিয়ায় চলে যাওয়ার সুযোগ দেয়া হবে।

গত মাসের ১৯ তারিখ থেকে সিরিয় বাহিনী দারা এবং কুইনইতরা প্রদেশে সন্ত্রাস বিরোধী বড় ধরণের অভিযান পরিচালনা করছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন