পাকিস্তানে ইমরান খানের অঙ্গীকার

  22-07-2018 03:41PM

পিএনএস ডেস্ক : পাকিস্তান তেহরিকে ইনসাফ দল বা পিটিআই’র প্রধান ও সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, তার দল ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতির অবসান ঘটাবে। পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের চার দিন আগে গতকাল (শনিবার) তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এ উপলক্ষে তিনি গতকাল রাজধানী ইসলামাবাদে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন। পাকিস্তানে যখন অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে তখন এ নির্বাচন হতে যাচ্ছে। দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আদালতের রায়ের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে নওয়াজ শরীফের দলের নেতা ও পাকিস্তানের ক্ষমতাধর সেনাবাহিনীর মধ্যে এক ধরনের ঠাণ্ডা লড়াই চলছে বলে মনে করা হচ্ছে। অনেকে মনে করছেন, ইমরান খানের পেছনে পাক সামরিক বাহিনীর সমর্থন রয়েছে। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর পাকিস্তান সেনাবহিনী প্রায় অর্ধেক সময় দেশ শাসন করেছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন