আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১১

  23-07-2018 08:56AM

পিএনএস ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তাম।

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে স্বেচ্ছা নির্বাসনের পর রবিবার দোস্তামের দেশে ফেরার কয়েক মিনিটের মাথায় এ হামলা চালানো হয়। খবর আল জাজিরা।

কাবুল পুলিশের মুখপাত্র হাশমাত স্তানেকযাই বলেন, দসতুমকে স্বাগত জানানোর জন্য রবিবার বিমানবন্দরের মূল ফটকের বাইরে রাস্তার দুইপাশে তার সমর্থকবৃন্দ উপস্থিত হয়েছিলেন। দসতুমের গাড়িবহর পার হবার পরপরই সেখানে এ হামলা চালানো হয়।

দসতুমের মুখপাত্র বাশির আহমাদ তায়ানজের বরাত দিয়ে তিনি বলেন, দসতুমের গাড়িবহর অক্ষত আছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানান, আত্মঘাতী হামলাকারীকে আগেই চিহ্নিত করা গিয়েছিল, কিন্তু তাকে ধরার আগেই সে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানে জেনারেল দসতুমের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ আছে। ২০১৭ সালে তিনি দেশের বাইরে চলে যান। এতদিন তুরস্কে থেকে তিনি চার্টার্ড বিমান করে রবিবার দেশে ফিরেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন