সমকামির বৈধতা দিলো কিউবা

  23-07-2018 09:53AM

পিএনএস ডেস্ক : কিউবার নতুন সংবিধানে রাখা হয়েছে সমলিঙ্গের বিয়ের সুযোগ। এতে এক সময় সমকামীদের ওপর ব্যাপক নির্যাতন চালানো কিউবা পাল্টে ফেললো পুরনো নীতি। খবর এনডিটিভির।

১৯৫৯ সালের বিপ্লবের পর থেকে সমকামীদের শ্রম শিবিরে পাঠাতেন ফিদেল ক্যাস্ত্রো। পরে অবশ্য এ নীতির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

শুধু সমকামী বিয়ে বৈধ করাই নয়, লৈঙ্গিক পরিচয় পরিবর্তনেরও সুযোগ দিচ্ছে কিউবার নতুন সংবিধান।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, কলাম্বিয়া, উরুগুয়ে ও মেক্সিকো এরই মধ্যে সমকামী বিয়েকে বৈধ করেছে। গীর্জাগুলোর প্রতিবাদ উপেক্ষা করে কিউবাও সে পথে হাঁটলো।

গত কয়েক বছর ধরে সমকামী বিয়ের পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা হয়েছে কিউবায়। অবশেষে দেশটির সংবিধান বিয়ের স্বীকৃতি দিল। তবে চূড়ান্ত ভাবে সংবিধান পাশ হবে গণভোটের পর।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন