বেশি সন্তান নিতে নাগরিকদের অনুরোধ করছে চীনা সরকার

  09-08-2018 10:49AM

পিএনএস ডেস্ক : চীনে ২০১৫ সাল পর্যন্ত এক সন্তান নীতি কঠোরভাবে অনুসরণ করা হয়। পরে ওই নীতি থেকে সরে এসে কিছু কিছু দম্পতিকে দুই সন্তান নেয়ার অনুমতি দেয়া হয়। কিন্তু সরকারের এই কঠোর নীতির কারণে দেশটিতে জন্মহার আশঙ্কাজনক হারে কমে গেছে। এবার চীনের নাগরিবদের বেশি বেশি সন্তান নেয়ার অনুরোধ জানানো হয়েছে। নাগরিকদের উৎসাহিত করতে নানা ধরনের পদক্ষেপও নেয়া হয়েছে।

যারা সংসার শুরু করতে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন তাদের সাহায্যেও এগিয়ে এসেছে চীনা সরকার। চীনের সরকার নিয়ন্ত্রিত একটি সংবাদপত্রে বলা হয়েছে, জন্ম দেয়া এখন পারিবারিক এবং একই সাথে রাষ্ট্রীয় বিষয়।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস ডেইলির বিদেশী সংস্করণে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, দেশের অর্থনীতি ও সমাজে এরইমধ্যে নিম্ন জন্মহারের নেতিবাচক প্রভাব পড়া শুরু করেছে। সূত্র: সিএনএন

পিএনএস/এই

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন