আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প

  13-08-2018 10:55AM


পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে শক্তিশালীে এক ভূমিকম্পের ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। মাত্রা বিবেচনায় অঞ্চলটিতে এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।

রবিবার (১২ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টা ৫৮ মিনিটে আলাস্কার নর্থ স্লোপ বোরাহতে (প্রশাসনিক অঞ্চল) ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য, ভূপৃষ্টের ৯ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর কেন্দ্রস্থল ছোট্ট শহর কাকটোভিকের অদূরে। অঞ্চলটিতে আরও কয়েকটি পরাঘাতও (আফটার শক) রেকর্ড করা হয়। উত্তরের বরফের পাহাড়েও ফাটল দেখা যায় সংবাদমাধ্যমে জানানো হয়, ভূমিকম্পের পর আলাস্কার বিস্তৃত এলাকার জমি এবং উত্তরের বরফের পাহাড়েও ফাটল দেখা যায়। তবে ছোট্ট-ছোট্ট বাড়ির কম জনবসতির এলাকায় তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

এর আগে এই অঞ্চলে ১৯৯৫ সালে সর্বোচ্চ ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারপর রবিবারের ভূমিকম্পটিই সেখানকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। সূত্র: সিবিএস নিউজ

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন