ইসরায়েল-আমিরাতের বড় আকারের অস্ত্র চুক্তি

  14-08-2018 01:04AM

পিএনএস ডেস্ক: ইসরায়েলের সঙ্গে বিশাল আকারের সামরিক চুক্তি সই করেছে সংযুক্ত আরব আমিরাত। এ চুক্তি অনুযায়ী আমিরাত ইসরায়েলের অস্ত্র নির্মাণ কোম্পানির কাছ থেকে ১০ কোটি ডলার মূল্যের দেড়শ কিলোমিটার পাল্লার রকেট ও মারকাবা ট্যাংক ক্রয় করবে।

ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তার মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগিয়ে। এ লক্ষ্যে আমিরাত ব্যবসায়ীদের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে ১০ কোটি ডলার মূল্যের ওই অস্ত্র চুক্তি সই করেছে।

বিশ্লেষকরা বলছেন, ইয়েমেন যুদ্ধে সৌদি জোটকে সহযোগিতা করাই আমিরাত-ইসরায়েল সামরিক চুক্তির প্রধান উদ্দেশ্য।
ফরাসি গবেষক ও লেখক তিরি মিসান ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরব ও ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে বাহ্যিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও অবস্থা দেখে মনে হচ্ছে ইসরায়েলও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য। কারণ এ পরিষদের বৈঠকে ইসরায়েলকেও আমন্ত্রণ জানানো হয়।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন চতুর্থ বছরে গড়িয়েছে। প্রথম থেকেই ইসরাইল সৌদি আরবকে সহযোগিতা দিয়ে আসলেও সম্প্রতি এ সহযোগিতার মাত্রা বহুগুণে বেড়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন