দক্ষিণ আমেরিকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২৪

  15-08-2018 12:17PM


পিএনএস ডেস্ক: দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশের রাষ্ট্র ইকুয়েডরে যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে তিন শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কলম্বিয়া থেকে ইকুয়েডরের রাজধানী কুইটো যাওয়ার পথে বাসটি উল্টে গেলে এই দুর্ঘটনা হয়।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে অজ্ঞাত সংখ্যক ভেনিজুয়েলা ও কলম্বিয়ার নাগরিক রয়েছে। দেশ দু’টির দূতাবাসকে অবহিত করা হয়েছে।

রাজধানীর নিরাপত্তা সচিব জুয়ান জাপাতা জানান, ‘নিহতদের অধিকাংশই কলম্বিয়ান নাগরিক’।

কুইটোর জরুরি কার্যনির্বাহী কমিটির প্রধান ক্রিস্টিয়ান রিভেরা বলেন, বাসটিতে বিদেশী লাইসেন্স প্লেট ছিল। কুইটো থেকে ৩০ কিলোমিটার পূর্বে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢালু পথ দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এরপর রাস্তার পাশে তিনটি ছোট বাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

তিনি আরো বলেন, এতে আরো তিন শিশু নিহত হয়।

তিনি টুইটারে বলেন, ‘আমাদের জরুরি উদ্ধারকারী দল উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ সূত্র: এএফপি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন