কাশ্মিরে বন্দুকযুদ্ধে ৪ ভারতীয় সেনা আহত

  17-08-2018 02:31AM

পিএনএস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত উত্তর কাশ্মিরে গেরিলার সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন।

১৬ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে কুপওয়াড়া জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর নওগাঁয় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ সকাল সাড়ে ৯টা নাগাদ একদল সন্ত্রাসীকে চ্যালেঞ্জ জানানো হলে তারা গুলিবর্ষণ করে। এসময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। ওই ঘটনায় প্রাথমিকভাবে ৪ সেনা সদস্য গুলিবিদ্ধ হওয়ায় তাদেরকে কাছাকাছি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

এদিকে, পাক-ভারত সীমান্তে গতকাল (বুধবার) সন্ধ্যায় উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলার তঙ্গধার সেক্টরে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়।

কর্মকর্তা সূত্রে প্রকাশ- ব্ল্যাকরক, শারারাত এবং অনিল পোষ্ট এলাকায় ভারত-পাকিস্তান বাহিনীর মধ্যে ভারী গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

অন্যদিকে, আজ (বৃহস্পতিবার) মধ্য কাশ্মিরের বাডগাম জেলার অরিপানথানে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। ২০১৬ সালের ১৬ আগস্ট নিরাপত্তা বাহিনীর গুলিতে মুহাম্মদ আশরাফ ওয়ানি, মনজুর আহমদ লোন, জাভেদ আহমদ শেখ এবং জাভেদ আহমদ নজর নামে চার বেসামরিক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় কমপক্ষে আধাডজন অন্য বেসামরিক ব্যক্তি আহত হয়েছিলেন। হতাহতদের স্মরণে আজ সেখানে বনধ পালন করা হয়।

স্থানীয়দের দাবি, নিরাপত্তা বাহিনী সেসময় বিনা প্ররোচনায় অন্যায়ভাবে কঠোর পদক্ষেপ নিয়েছিল। আজ বনধের ফলে সংশ্লিষ্ট এলাকার সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন