ইসরাইলি প্রধানমন্ত্রীকে জেরা দুর্নীতির অভিযোগে

  18-08-2018 09:32AM


পিএনএস ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি তদন্তের অংশ হিসাবে ইসরাইলি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

পুলিশের তদন্তকারী দল শুক্রবার ভোরে জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়িতে আসে, যেখানে আগে থেকেই বিক্ষোভকারীরা জমায়েত হয়েছিল, যারা Crime Minister বা ‘অপরাধী মন্ত্রী’ ব্যানার বহন করছিলো। খবর ভয়েজ অব আমেরিকা।

পুলিশ Bezeq সংস্থার মালিকানাধীন সংবাদ পরিবেশনায় তাকে ও তার স্ত্রীকে প্রচারের বিনিময়ে তিনি Bezeq Telecom সংস্থাকে লাভজনক হতে সহায়তা করেছিলেন কিনা সে বিষয় জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ তার বিরুদ্ধে আরো দুটি দুর্নীতি অভিযোগের তদন্ত শুরু করবে বলে জানিয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ নাকচ করে দিয়েছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন