ইসরায়েল আল-আকসা মসজিদ প্রাঙ্গণ বন্ধ করে দিল

  18-08-2018 03:29PM

পিএনএস ডেস্ক: জেরুজালেমে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় স্থাপনা আল-আকসা মসজিদের প্রাঙ্গন (কম্পাউন্ড) বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ছুরি হামলার অভিযোগ জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে, তেল আবিবের এমন শক্তি প্রয়োগের দরুন উদ্ভূত পরিস্থিতির দায়ভার তাদেরই নিতে হবে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে।

জানা গেছে, গত রাতে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে এশার নামাজও আদায় করতে দেয়নি ইসরায়েলি পুলিশ। এ সময় নামাজিরা মসজিদটির প্রধান ফটক 'বাব-আল-আসবাত' এর সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আল-আকসা মসজিদের প্রবেশ পথ বন্ধ রাখতে ইসরায়েলি কর্তৃপক্ষের কোন অধিকার নেই।পূর্ব জেরুজালেম ও আল-আকসার নিরাপত্তা ফিলিস্তিনিদের সাথে সম্পৃক্ত।

ফটকগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছে তারা। একই সাথে ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দেয়ারও আহ্বান জানানো হয়েছে। সূত্র: আল-জাজিরা

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন