কঠিন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল হিজবুল্লাহ

  20-08-2018 03:17PM

পিএনএস ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এই প্রথমবারের মতো তাদের খায়বার-১ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। ২০০৬ সালে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহ এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।

২০০৬ সালের সেই যুদ্ধের দ্বাদশ বার্ষিকীতে হিজবুল্লাহ গতকাল (রোববার) চারটি খায়বার-১ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। দক্ষিণ লেবাননের ম্লিতা যাদুঘরে ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়। ২০১২ সালে ইসরাইলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য হিজবুল্লাহ খায়বার-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

খায়বার-১ ক্ষেপণাস্ত্রের ওজন হচ্ছে ৯১৬ কেজি, সাত মিটার লম্বা এবং ক্ষেপণাস্ত্রটি ৪৪ থেকে ৭৫ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম।

ইহুদিবাদী ইসরাইল বার বার বলে আসছে, তাদের জন্য হিজবুল্লাহ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হুমকি। ইসরাইলের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, হিজবুল্লাহর হাতে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা ভবিষ্যতে ইসরাইলের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে। হিজুল্লাহও বলেছে, ভবিষ্যতে ইসরাইল কোনো রকম আগ্রাসনের চিন্তা করলে তারা হিজবুল্লাহর জবাবে বিস্মিত হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন