রোহিঙ্গা ফিরিয়ে নিতে সময়সীমা দেয়া অসম্ভব: সূচি

  21-08-2018 06:23PM

পিএনএস ডেস্ক : মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে সময় সীমা বেধে দেয়া সম্ভব নয়। প্রক্রিয়ার শুরুর দায় ঢাকার বলেও মন্তব্য করেন তিনি। সিঙ্গাপুরে এক জনবক্তৃতায় এসব বলেন সুচি। খবর রয়টার্সের।

তার ভাষায়, ‘সন্ত্রাসই রাখাইনে সৃষ্ট সমস্যার মূল কারণ। যদি সম্প্রদায়গুলোর মধ্যে সহিংসতা বন্ধ করা না যায়, তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এটি কেবল মিয়ানমার নয়, এ অঞ্চলের অন্য দেশগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।’

সু চি বলেন, ‘বাংলাদেশে পালিয়ে গিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষের প্রত্যাবাসনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে তাদের ফেরার ব্যাপারে সময় নির্ধারণ করা কঠিন। প্রক্রিয়াটি সম্পন্ন করতে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

‘বাংলাদেশকেই প্রক্রিয়াটি শুরু করতে হবে।বাংলাদেশকেই তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমরা কেবল সীমান্তে তাদের স্বাগত জানাতে পারি। প্রক্রিয়াটি কত দ্রু শেষ হবে তাও নির্ভর করছে বাংলাদেশের ওপর।’ বলেন মিয়ানমার নেত্রী।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন