হিজাব পড়তে বাধা দেয়ায় ডিগ্রি নিলেন না এই মুসলিম ছাত্রী!

  13-09-2018 03:35PM

পিএনএস ডেস্ক :হিজাবে বাধা দেয়া ইন্টার্নশীপ কোর্স করতেই অস্বীকার করেছেন এক মুসলিম ছাত্রী। বেতুল বাসলিক নামের ওই ছাত্রী দেশটির ভিরিজে ইউনিভার্সিটির সামাজিক সেবা ও শিক্ষাবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স কোর্সের তত্ত্বীয় অংশ সম্পন্ন করেছেন। কিন্তু কোর্স পরবর্তী ইন্টার্নশীপ করতে একটি প্রতিষ্ঠানে যাওয়ার পর সেখানে তার হিজাব নিয়ে আপত্তি করা হয়। প্রতিবাদে ইন্টার্নশীপ না করারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তুর্কি বংশোদ্ভূত হলেও বেতুলের জন্ম ও বেড়ে ওঠা বেলজিয়ামে। আনাদোলু বার্তা সংস্থাকে বলেন, ‘সফলতার সাথে মাস্টার্স কোর্স সম্পন্ন করেছি। শিক্ষকরাও দারুণ প্রশংসা করেছেন আমার অ্যাকাডেমিক পারফরম্যান্সের।’

বেতুল জানান, ‘সামাজিক সেবার ওপর বাস্তব অভিজ্ঞতা লাভের জন্য লিমবুর্গ প্রদেশের লিওপোল্ডর্সবার্গ শহরের একটি বৃদ্ধাশ্রমে আবেদন করেন। প্রতিষ্ঠানটিতে তার ইন্টারভিউও ভালো হয়েছে। কিন্তু ইন্টারভিউ বোর্ডে এক নারী কর্মকর্তা তাকে বলেন, বেতুলকে কাজের সুযোগ দেয়ার আগে তিনি অবশ্যই পৌরসভার কর্তৃপক্ষকে ডাকবেন যে তার হিজাব পরে কাজ করার অনুমতি আছে কী না।’

বেতুল বলেন, ‘এরপর পৌরসভার কর্মকর্তারা এসে বলেন, হিজাব পরলে আমাকে নিয়োগ করা হবে না। যদি হিজাব ছাড়তে পারি, তবে আমাকে নেয়া হবে। আমি স্পষ্ট বলে দিয়েছি, আমার ধর্ম বিশ্বাস কিছুতেই ত্যাগ করতে পারবো না। তাই হিজাবও ছাড়তে পারবো না। যে কারণে আমাকে আর নিয়োগ দেয়নি তারা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন