তুরস্কে শিক্ষার্থীদের বানানো রকেটের সফল পরীক্ষা(ভিডিও)

  14-09-2018 01:56AM



পিএনএস ডেস্ক: তুরস্কের প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে রকেট প্রতিযোগিতা 'টেকফেস্ট'। এই প্রতিযোগিতা দেশটির শিক্ষার্থীদের বানানো রকেটের সফল পরীক্ষা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক হিসেবে রকেট ব্যবহার করা হয়।

রকেট প্রতিযোগিতার এই আয়োজন বিশ্বে দ্বিতীয় স্থান দখল করেনিয়েছে তুরস্ক। এরআগে বিশ্বে প্রথমবার রকেট প্রতিযোগিতার আয়োজন করে যুক্তরাষ্ট্র। খবর ইয়ানি শাফাকের।

ইস্তাম্বুলে আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হয়েছে গত ১১ আগস্ট। চলবে ১৪ আগস্ট পর্যন্ত।

১৩ সেপ্টেম্বর নির্ধারিত প্রতিযোগীরা অংশ নেয়। এইদিন প্রযুক্তি শিক্ষার্থীদের ৫ সদস্যের একটি দল সফলভাবে তাদের রকেট উৎক্ষেপণ করে।

রকেটটি টুজ লেকে ২৮০০ মিটার গন্তব্যে পৌঁছে।

টেকফেস্টের জেনারেল ম্যানেজাল বাকের বলেন, আজ লেক টুজ এই ইতিহাস লেখা হলো। আজ থেকে তুরস্ক হচ্ছে রকেট প্রতিযোগিতার আয়োজনকারী দ্বিতীয় দেশ। আমাদের তরুণ ভাই ও বোন সফলভাবে রকেট উৎক্ষেপণ করেছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন