আর্কটিকায় বরফ ফুঁড়ে বেরিয়ে এল গোপন ‘শহর’! (ভিডিও)

  14-09-2018 05:35PM

পিএনএস ডেস্ক: বরফের নিচে বসবাসের স্থান কিংবা কোনো শহর- এমনটি হয়তো খুব কমই শুনে থাকবেন। কিন্তু এমন এক ঘটনার খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মিরর।

অ্যান্টার্কটিকার প্রত্যন্ত অঞ্চলে কিছু রহস্যময় কাঠামোর সন্ধান পায় ‘কন্সপিরেসি ডিপো’ নামের এক ইউটিউব চ্যানেল। এই কাঠামোগুলো গবেষণার প্রয়োজনে কেউ নির্মাণ করেছিল।

কিন্তু আন্টার্কটিকায় অবস্থিত সবকটি গবেষণাকেন্দ্র সম্পর্কেই বিস্তারিত তথ্য রয়েছে। ওই অঞ্চলে কোনো গবেষণাকেন্দ্র নেই বলেই এতকাল জানা ছিল। এতটা বড় আকারের কোনো গবেষণাকেন্দ্র থাকলে তা আগেই জানা যেত।

ইউটিউবে ভিডিওটি প্রকাশিত হওয়ার পরে তা ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখে বহু মানুষ সেখানে কমেন্ট করেছে। অনেকে মন্তব্য করেছেন, এটি একটি বাঙ্কার হতে পারে।

পরমাণুযুদ্ধের সময় কোনো ক্ষমতাবান ব্যক্তি বা সংগঠন হয়তো এটি তৈরি করে রেখেছে। অথবা এটি একটি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ হতে পারে যা হয়তো ভিনগ্রহীরা ব্যবহার করত।



পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন