চীনা সাগরে জাপানের সাবমেরিন মহড়া নিয়ে তোলপাড়!

  17-09-2018 04:10PM

পিএনএস ডেস্ক : আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে বিতর্কিত চীনা সাগরে প্রথমবারের মতো সাবমেরিন মহড়া করেছে জাপান। এদিকে, এ পানিসীমার অধিকাংশ চীন দাবি করে বলে আশঙ্কা করা হচ্ছে এ মহড়া বেইজিংকে উত্তেজিত করবে।

এ ব্যাপারে জাপানের আসাহি শিমবুন পত্রিকায় জানানো হয়েছে, চীন নিয়ন্ত্রিত স্কারবরাহ সোহালের দক্ষিণ পশ্চিমে বৃহস্পতিবার জাপানের তিনটি যুদ্ধ জাহাজের সঙ্গে কুরোশিয় নামের সাবমেরিনটি যোগ দেয়। এছাড়া, দক্ষিণ চীন সাগরে এটি জাপানের প্রথম সাবমেরিন মহড়া বলে জানা যায়।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের অধিকাংশ নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। এছাড়া ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনামও এই পানিসীমার দাবি করে আসছে।

সূত্র: এএফপি

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন