মালয়েশিয়ায় বিষাক্ত মদ পানে বাংলাদেশিসহ ২১ জনের প্রাণহানি

  20-09-2018 04:06PM

পিএনএস ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অন্তত ২১ জন মারা গেছে। নিম্নমানের ঘরে তৈরী (হোম মেইড) বিষাক্ত মদ পানে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, নিহত ও আক্রান্তদের বেশিরভাগই এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। নিহতদের মধ্যে ৫ জন মালয়েশিয়ার নাগরিক এবং বাকিরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল ও মিয়ানমারের নাগরিক।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমদ জানান, রাজধানী কুয়ালালামপুর ও তার পার্শ্ববর্তী সিলানগর অঞ্চলে বিষাক্ত মদ পান করে আক্রান্ত হওয়ার ৫৭টি ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ জানায়, অ্যালকোহল ও অ্যালকোহলমিশ্রিত পানীয়ের নমুনা পরীক্ষা করে সেগুলোতে মাত্রাতিরিক্ত মিথানলের উপস্থিতি পাওয়া গেছে। সূত্র : রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন